Oct 12, 2008

আসুন দেখে শুনে বুঝে আসল NOKIA কিনি

আসুন দেখে শুনে বুঝে আসল NOKIA কিনি

*#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর (IMEI) আই.এম.ই.আই নম্বার পাবেন।
নোট: আই.এম.ই.আই (IMEI) = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।
এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত (৭) এবং আট (৮) নং ডিজিট এর মান হতে আপনার সেট এর মান/ কোয়ালিটি জানতে পারবেন।
$6.00 Welcome Survey After Free Registration!

IMEI NO :
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
X X X X X X ? ? X X X X X X X


$6.00 Welcome Survey After Free Registration!
•সাত এবং আট নং ডিজিট যদি 02 বা 20 হয় , এটা এর এসেম্বলিং আমিরাত (যাকে আমরা ডুবাই বলে ডাকি) এবং এর কোয়ালিটি খুবই খারাপ । [অধিকাংশ সেটই ডুবাই/ আমিরাতের এসেম্বলিং করা, যা আমার চায়না হিসাবে জানি]
•সাত এবং আট নং ডিজিট যদি 08 বা 80 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ র্জামানী এবং এর কোয়ালিটি মোটামুটি মানের ।
•সাত এবং আট নং ডিজিট যদি 01 বা 10 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ ফিন্সল্যান্ড এবং এটি খুবই ভাল কোয়ালিটির ।
•সাত এবং আট নং ডিজিট যদি 00 হয় ,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট ।
$6.00 Welcome Survey After Free Registration!
• সাত এবং আট নং ডিজিট যদি 13 হয় , মানে হল এর ম্যানুফেকচারিং দেশ আজারবাইযান এবং এর কোয়ালিটি খুবই খবুই নাজুক এবং এটা ব্যবহারে স্বাস্থগত সমস্যার সৃষ্ট হতে পারে ।
$6.00 Welcome Survey After Free Registration!
এবার বুঝে শুনে সেট কিনুন ।